অশান্ত নেপাল, কী বলছেন ভূমিকন্যা-তারকা অভিনেত্রী মনীষা কৈরালা?

September 9, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অশান্ত নেপাল। মাতৃভূমির চিন্তায় বিনিদ্র রজনী কাটাচ্ছেন মনীষা কৈরালা (Manisha Koirala) । অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে মনীষা বলছেন, ‘নেপালের জন্য ব্ল্যাক ডে।’ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়ে। পথে নামে তরুণ প্রজন্ম। পুলিশ-নিরাপত্তারক্ষী সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। আহতের সংখ্যা কমপক্ষে আড়াইশো!

নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ চাইছে বিরোধী দলগুলি। সোশ্যাল মিডিয়ার উপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। ‘বিক্ষোভ এখনই থামছে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। মুম্বইয়ে বসেই মাতৃভূমির জন্য মন কাঁদছে তারকা অভিনেত্রী মনীষা কৈরালার।

উল্লেখ্য, মনীষা নেপালের রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। সোমবার রাতে সমাজ মাধ্যমে রক্তমাখা বুটজুতোর ছবি শেয়ার করে মনীষা কৈরালা লিখেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া জনগণকে বুলেট মারফৎ উত্তর দেওয়া হচ্ছে! আজ নেপালের জন্য ব্ল্যাক ডে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen