দু বছরের জন্য মনোজ মালব্যকে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা হল
এই বিজ্ঞপ্তিটি মনোজ মালব্যকে পাঠানো হয়েছে এবং দ্রুত তাঁকে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

দু’বছরের জন্য রাজ্য পুলিশের ডিজি হলেন মনোজ মালব্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, মনোজ মালব্যকে এই পদে নিয়োগ করেন। আইপিএস মনোজ মালব্য সেপ্টেম্বর মাস থেকে রাজ্য পুলিশের ডিজি (আধুনিকীকরণ) এবং আইজিপি পদে নিযুক্ত ছিলেন। তিনি রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এখন থেকে মালব্য রাজ্য পুলিশের হোম অফিস পুলিশ বাহিনীর ডিজি এবং আইজিপি হিসাবে দায়িত্ব পালন করবেন। আগামী দু’বছর পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গে সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। এই বিজ্ঞপ্তিটি মনোজ মালব্যকে পাঠানো হয়েছে এবং দ্রুত তাঁকে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।