ব্রাত্য ‘আদি’ বিধায়ক মনোজ টিগ্গা, বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দুই

বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি।

May 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আদি বিজেপিরা উত্তরবঙ্গের ভালো ফল করা নেতাদের প্রাধান্য না দিয়ে সোমবার শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা (Leader Of Opposition) হিসাবে ঘোষণা করল বিজেপি (BJP)। প্রসঙ্গত, বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি।

সোমবার পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়। সেখানে দলের ৭৭ জন বিধায়ককে হাজির থাকতে বলা হয় বলে খবর। সেই বৈঠকের পরে রবিশঙ্কর জানান, বিধানসভায় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে নব নির্বাচিত বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। দলের বিধায়ক তথা বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম প্রস্তাব করেন। ওই নামে আরও ২২ জন বিধায়ক সমর্থন করেন। বাকি বিধায়করা কোনও নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুকেই দলের নেতা হিসেবে নির্বাচিত করা হল।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দলের অন্দরে ক্ষোভের সৃষ্ট হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের আদি এবং আদিবাসী নেতা মনোজ টিগ্গা (Manoj Tigga) বিরোধী দলনেতা পদের অন্যতম দাবিদার ছিলেন বলে শোনা যাচ্ছিল। সেখানে দলবদলু শুভেন্দুকে বিরোধী নেতা করে আদি এবং উত্তরবঙ্গকে অপমান করা হয়েছে বলে অনেকেই মনে করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen