CYCLONE MANTHA: শক্তি হারাচ্ছে মান্থা, অন্ধ্রে মৃত এক, আহত দুই

October 29, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১২.৩০: মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় মান্থা। এখন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশের নারাসাপুরের থেকে ৫০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে, মছলিপত্তনম থেকে ৫০ কিমি উত্তরপূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৬ ঘণ্টায় দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি।

এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে বাংলা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, ওড়িশা, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। অন্ধ্রপ্রদেশের বহু জেলায় অতি ভারী বৃষ্টি চলছে। ঝোড়ো হাওয়ার দাপটও রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কৃষ্ণা ও দুই গোদাবরী জেলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের কোনাসীমায় মৃত্যু হয়েছে এক মহিলার, আহত হয়েছে দুজন। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বিভিন্ন জেলায় নেই বিদ্যুৎ সংযোগ।

উপকূল ও উপকূলবর্তী এলাকায় থাকা মানুষদের সাইক্লোন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে। বিশাখাপত্তনম এয়ারপোর্টে ৩২টি, তিরুপতি থেকে চারটি ও বিজয়ওয়াড়া থেকে ১৬টি বিমান বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১২০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। অন্ধ্রপ্রদেশে ৪৫ কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen