বিজেপিতে আবার ভাঙন, শ্যামপুরে শতাধিক বিজেপি কর্মী যোগদান তৃণমূলে

সামনের দিনে এইরকম আরও বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেন তিনি।

January 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

 নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামপুর ২ নং ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের মোহনপুরে শতাধিক বিজেপি নেতা, কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার সকালে মোহনপুরে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে বিজেপির এই নেতা, কর্মীরা জোড়াফুল শিবিরে যোগ দেন।

এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাছরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য ঝর্ণা প্রামাণিক প্রমুখ। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের সর্ম্পকে জুলফিকার আলি জানান, বিধানসভা নির্বাচনের আগে থেকেই শ্যামপুর বিধানসভার একাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিচ্ছিলেন। সেই রকম এদিন শতাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। সামনের দিনে এইরকম আরও বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen