সারথি অর্জুন, বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়তে মুখিয়ে একঝাঁক নেতা-কর্মী

অর্জুন-পুত্র পবনেরও তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

May 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ৩০ মে শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিল মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতির জন্য সোমবার টিটাগড়ের জেলা কার্যালয়ে বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু. বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ। এই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্জুন সিংহও।

এই বৈঠক শেষে সৌগত রায় জানান, অর্জুন সিংহকে বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দেবে দল। এর পেছনে কোন কারণ লুকিয়ে আছে? ইতিমধ্যে ব্যারাকপুর টিটাগড় শিল্পাঞ্চলের একাধিক বিজেপি নেতা, কর্মী দলবদল করতে প্রস্তুত। অভিষেকের সভায় হয়তো যোগদান করবেন তারা। সেদিন অর্জুন-পুত্র পবনেরও তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যে তৃণমূলের পাখির চোখ মতুয়া গড়, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, অর্জুনের হাত ধরে বিজেপির একটা বিরাট অংশ তৃণমূলে ভিড়তে পারে। সেই নেতাকর্মীদের একটি তালিকা নাকি ইতিমধ্যেই অভিষেকের হাতে তুলে দিয়েছেন অর্জুন সিংহ। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে বিজেপির সংগঠন নিয়ে তোপ দেগেছেন সাংসদ। তিনি বলেন, ‘‌বিজেপিতে সংগঠন বলে কিছু নেই। পঞ্চায়েত ভোটেও ওরা ধরাশায়ী হবে। বিজেপির সংগঠন খুবই দুর্বল। আরও দুর্বল হতে শুরু করেছে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen