কাজ থেকে শীঘ্রই সরাতে হবে রাজভবনের একাধিক কর্মীকে, নয়া আবদার ধনখড়ের

তাঁর চিঠিতে কোথাও লেখা নেই, কেন তাদের সরাতে বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এ হেন দাবিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

September 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যপাল হয়ে এ রাজ্যে আসার পর থেকেই একাধিক সময় নানা বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনখড়। এই করোনা আবহেও প্রতিদিন সকালে উঠে কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করা যেন নিয়ম করেই ফেলেছেন তিনি। অধিকাংশ সময়ই তাঁর প্রশ্ন, আবেদন, দাবি-দাওয়া ইত্যাদি বন্ধ হওয়ার লক্ষ্মণ দেখা যায় না। এবার নতুন এক আবদার জুড়েছেন তিনি। তাঁর নাকি রাজভবনের একাধিক কর্মীকে পছন্দ না। তাই তাঁদের সরিয়ে দিতে হবে। রাজ্যের কাছে এমনটাই দাবি রাজ্যপালের।

ধনখড় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, রাজভবনের চার কর্মীকে সরিয়ে নিতে হবে। তাঁদের জায়গায় পাঠাতে হবে নতুন কর্মী। যে কর্মীদের তিনি সরাতে বলেছেন, তাঁরা হলেন রাজ্যপালের প্রেস সচিব মানব বন্দ্যোপাধ্যায়, রাজভবনের বিশেষ সচিব কুমারজীব চক্রবর্তী, পার্সোনাল সেক্রেটারি প্রশান্ত সরকার, হাউস কিপার মৌ মিত্র সরকার এবং জমাদার পার্থপ্রতিম ঘোষ। রাজ্যপাল বলেছেন, পাঁচ কর্মীকেই তাঁদের ‘পেরেন্ট ডিপার্টমেট’ অর্থাৎ তাঁরা সরকারের যে দফতর থেকে রাজভবনে কাজ করতে এসেছেন, সেখানে ফিরিয়ে নিতে হবে। নতুন কর্মীদের পাঠাতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

মানব বন্দ্যোপাধ্যায়কে তথ্য সংস্কৃতি দফতর থেকে রাজভবনে নিয়োগ করা হয়েছে। প্রশান্ত সরকারকে নিয়োগ করা হয়েছিল অর্থ দফতর থেকে। কিন্তু মৌ মিত্র সরকার ও পার্থপ্রতিম ঘোষ রাজভবনের কর্মী। ফলে এই দু’জনকে কীভাবে অন্যত্র পাঠানো হবে, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। একটি সূত্রের খবর, রাজ্যপালের ধারণা এই চার কর্মী ঠিকমতো কাজ করতে পারছেন না। যদিও স্বরাষ্ট্র দফতরকেও এই চিঠি রাজ্যপালের বিশেষ সচিব পাঠিয়েছেন। তাঁর চিঠিতে কোথাও লেখা নেই, কেন তাদের সরাতে বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এ হেন দাবিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen