২১ জুলাই হবে না শহিদ দিবস উদযাপন

বিগত বছর গুলির মতো বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে এবছর ২১ জুলাই শহিদ দিবস উদযাপন হবে না বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

June 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিগত বছর গুলির মতো বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে এবছর ২১ জুলাই শহিদ দিবস উদযাপন হবে না বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তিনি। মূলত করোনার জেরে জারি হওয়া লকডাউনের কারণে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়

তবে, বিগত বছর গুলির মতো বিশেষ আয়োজনের মাধ্যমে শহিদ দিবস উদযাপন না হলেও একেবারেই হবে না, এমনটা বলেন নি মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, ভার্চুয়াল মাধ্যমে শহিদ দিবস উদযাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কতক্ষণ ধরে, কীভাবে শহিদ দিবস পালন করা যায়, কে কে বক্তা থাকবেন ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen