উত্তরবঙ্গের লৌকিক দেবতা মাসান ঠাকুর, তিনি কি কালীর পুত্র?

চিরাচরিত দেবদেবীর বাইরেও বাংলাজুড়ে একাধিক বিচিত্র দেবদেবীর পুজো হয়। এঁরাই হলে

March 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিরাচরিত দেবদেবীর বাইরেও বাংলাজুড়ে একাধিক বিচিত্র দেবদেবীর পুজো হয়। এঁরাই হলেন লৌকিক দেবদেবী। লোকায়ত দর্শন ও লোককথায় এঁদের জন্ম। তেমনই এক দেবতা হলেন মাসান ঠাকুর। তিনি উত্তরবঙ্গে পূজিত হন। মাসানের সঙ্গে থাকে শূকর। স্থানীয় মানুষজন তাঁকে রীতিমতো ভয় পান। স্থানীয়দের মতে, মাসান ঠাকুর খুবই ভয়ঙ্কর একজন লৌকিক দেবতা। স্থানীয়দের বিশ্বাস, মাসান ঠাকুরের কোপে নাকি ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে। এই ভয়ের কারণেই ভক্তরা তাঁকে সব সময় তুষ্ট রাখার চেষ্টা করেন।

কিন্তু মাসান ঠাকুর আদপে কে? মাসান ঠাকুরের পরিচয় নিয়ে দুটো কিংবদন্তি রয়েছে। একটি মতে, মাসান ঠাকুর হলেন দেবী কালী এবং ধর্মরাজের সন্তান। জনশ্রুতি অনুযায়ী, একদা স্নানরতা দেবী কালিকাকে দেখে কামাসক্ত হয়ে পড়েছিলেন ধর্মরাজ। তখনই তিনি দেবীর সামনে এসে হাজির হন। এরপর দু-জনের মিলনে জন্ম হয় মাসানের। অন্য মতে, একবার দেবী কালিকা নাচ করতে করতে ঘেমে গিয়েছিলেন। সে সময় ঘামের একেকটি ফোঁটা থেকে জন্ম নেন একেকজন মাসান ঠাকুর। মনে করা হয়, মোট ১৮ জন মাসান রয়েছেন। দুটি কিংবদন্তি থেকেই একটি ধারণা স্পষ্ট হয়, মাসান ঠাকুরের মা হলেন দেবী কালিকা। তবে মাসানের সঙ্গে শিবের মিল রয়েছে। কোনও কোনও গবেষক মাসানকে শিবের আরেক রূপই হিসেবেই উল্লেখ করেছেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রূপে পূজিত হন মাসান ঠাকুর। তবে সর্বত্রই তাঁর রূপ ভয়ঙ্কর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen