বিজেপি শাসিত গুজরাতের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বাংলার দুই পরিযায়ী শ্রমিক

October 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩০: বিজেপি শাসিত গুজরাতের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দুই পরিযায়ী শ্রমিকের। মৃতদের নাম প্রণব দিন্দা (২৫) ও চন্দন দাস (২৯)। শনিবার সন্ধ্যায় কাজ চলাকালীন হঠাৎই কারখানার একটি বয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে কচ্ছ জেলার ওই কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন প্রণব ও চন্দন। সোমবার তাঁদের মৃত্যুর খবর পৌঁছতেই নন্দীগ্রামের কালীচরণপুর ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রণবের পরিবারে বাবা শারীরিকভাবে অক্ষম, মা অসুস্থ। সংসারের একমাত্র রোজগেরে ছিলেন প্রণব। তাঁর মৃত্যুতে পরিবার কার্যত দিশেহারা।

চন্দন দাসের পরিবারেও নেমেছে গভীর সংকট। তাঁর স্ত্রী, এক চার বছরের ছেলে ও নয় বছরের মেয়েকে নিয়ে সংসার। প্রতিবেশীরা জানিয়েছেন, চন্দনের স্ত্রীকে এখনও মৃত্যুসংবাদ জানানো হয়নি। তাঁরা মনে করছেন, এই দুঃসংবাদ হঠাৎ জানালে মানসিকভাবে ভেঙে পড়বেন তিনি। তাই গ্রামবাসীরা পালা করে তাঁর বাড়ির সামনে নজরদারি করছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দুটি গুজরাত (Gujrat) থেকে অ্যাম্বুল্যান্সে করে আনা হচ্ছে এবং মঙ্গলবার তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রণবের বাবা উত্তম দিন্দা বলেন, “ছেলেটা গুজরাতে কাজ করতে গিয়েছিল, আর ফিরল না। এখন কীভাবে চলবে, কিছুই বুঝতে পারছি না।”

এই দুর্ঘটনার পর আবারও বাংলার প্রতিটি কোণে প্রশ্ন উঠছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়ে আর কতজনকে প্রাণ হারাতে হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen