দার্জিলিংয়ে বন দপ্তরের সরকারি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার রাতে ভয়ানক অগ্নিকান্ডের ঘটনা ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকঝোরা রেঞ্জের স্টাফ কোয়ার্টারে।

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৪৪: বুধবার রাতে ভয়ানক অগ্নিকান্ডের ঘটনা ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকঝোরা রেঞ্জের স্টাফ কোয়ার্টারে। কাঠের তৈরি সেই ভবন মুহূর্তে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দমকল সূত্রে জানা গেছে, খবর পেয়ে দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে প্রবল হাওয়ার দাপটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা স্টাফ কোয়ার্টারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে। তারপর তা পরপর কোয়ার্টারগুলোকে গ্রাস করতে থাকে। কোয়ার্টারগুলো অনেক পুরনো ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার নেয়। প্রথমে বন কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন।
দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের আটটি স্টাফ কোয়ার্টার পুড়ে খাক হয়ে যায়। এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে মনে করছেন বন আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen