বড়বাজারে বিধ্বংসী আগুন আয়ত্বে, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
বড়বাজারের কটন স্ট্রিটে একটি জামা কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন লাগে।
June 17, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বড়বাজারের ৪৬, কটন স্ট্রিটে একটি জামা-কাপড়ের দোকানে আগুন লাগে। দোকানে ঠাসা জামা-কাপড় থাকায় স্বভাবতই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছয়। দমকলের ৪টি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত হওয়ায় ওই মার্কেটের ভিতর কেউ ছিল না বলে । ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।