কালীপুজোর পরদিন সাতসকালে খড়দহে রঙের কারখানায় বিধ্বংসী আগুন

October 21, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: কালীপুজো মিটতেই মঙ্গলবার ভোরে খড়দহে রঙের কারখানায় ভয়াবহ আগুন। ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। খড়দহের ঈশ্বরীপুর এলাকার ওই কারখানায় হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত ছিল। তাতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রঙের কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দমকলের আরও ইঞ্জিন আনা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen