নিউটাউনের পর বুধবার গভীররাতে কাঁকুড়গাছির অক্সিজেন সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: নিউটাউনের পর বুধবার গভীররাতে আগুন লাগল কাঁকুড়গাছিতে (Kankurgachi) । আগুন লাগে অক্সিজেন সিলিন্ডার গোডাউনে আগুন। সিলিন্ডার বিস্ফোরণের তীব্র শব্দও শোনা যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় গোডাউন। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
গভীররাতে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। লোহাপট্টির ১৫০ ঘোষবাগান লেনে, মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডারের গোডাউন (Medical Oxygen Cylinder Godown) রয়েছে। সেখানেই ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, প্রায় দুই কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিস্ফোরণ, তার পর একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। প্রায় ২০–২৫ মিনিট ধরে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, কমপক্ষে ১০০র বেশি সিলিন্ডার ফাটার আওয়াজ পাওয়া গিয়েছে।
আশপাশের একাধিক বাড়ির কাচ ভেঙে গিয়েছে বিস্ফোরণের জেরে। কয়েকশো মিটার দূরের এক বাড়িতে উড়ে গিয়ে পড়ে একটি সিলিন্ডার। রাস্তার উপর ছিটকে পড়ে জ্বলন্ত সিলিন্ডার, আতঙ্কে ছুটতে থাকেন মানুষজন। আশপাশের প্লাস্টিক ও লোহার আরও কয়েকটি গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বলন্ত সিলিন্ডার উড়ে গিয়ে পাশের সুতোর কারখানাতেও আগুন লাগে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। মোট ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আজ ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।গোডাউনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এত সংখ্যক অক্সিজেন সিলিন্ডার এক জায়গায় মজুত ছিল, নিয়ম মানা হয়েছিল কি-না, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি-না, সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।