মুম্বইয়ের অন্ধেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল রণবীরের ছবির সেট

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল মুম্বইয়ে।

July 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে : Times of India

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল মুম্বইয়ে। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আগুন ধরে যায় মুম্বইয়ের অন্ধেরির বাজার এলাকায়। আশপাশের আবাসন এবং বাণিজ্যিক বহুতলেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দমকল সূত্রে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

জানা গিয়েছে, অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে এলাকায়া ডিএন নগর এলাকায় প্রথম আগুন লেগেছিল। এর কাছেই তখন পরিচালক লভ রঞ্জনের রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূর অভিনীত নতুন সিনেমার জন্য সেট তৈরি করা হয়েছিল। লেলিহান শিখা পৌঁছে যায় সেখানেও। সানি দেওলের কনিষ্ঠ পুত্র রাজবীর দেওলের শ্যুটিং চলাকালীন আগুন ধরে যায় রাজশ্রী প্রযোজনা সংস্থা পরিচালিত সেটেও। আতঙ্কিত হয়ে পড়েন রাজবীর ও অন্যান্য প্রযোজকেরা।

বিধ্বংসী এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে আনা হয়েছে ৫টি জাম্বো ট্যাঙ্কার। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen