হিমাচলে ভয়াবহ ভূমিধস: মাণ্ডিতে মৃত কমপক্ষে ৬, নিখোঁজ আরও ২
স্থানীয়দের দাবি, অনেকেই আগেভাগেই বিপদের আঁচ পেয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন, যার ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়েনি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৫০: উত্তর ভারতে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মাণ্ডি জেলার (Mandi) সুন্দরনগর এলাকায় ফের ধসের (Landslide) তাণ্ডব। টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের, যাঁদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন আরও দু’জন, তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ।
ধসের প্রভাবে দারকি পাহাড় সংলগ্ন এলাকায় ধ্বংস হয়েছে ১৬টি বাড়ি। বিপজ্জনক অবস্থায় রয়েছে আরও ৪০টি। পরিস্থিতির ভয়াবহতা বুঝে প্রশাসন রেড অ্যালার্ট জারি করে গোটা গ্রাম খালি করে দিয়েছে। স্থানীয়দের দাবি, অনেকেই আগেভাগেই বিপদের আঁচ পেয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন, যার ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়েনি।
জেলার সমস্ত স্কুলে আপাতত অনলাইন ক্লাস চালু হয়েছে। ভূমিধসের কারণে ১৩৩৩টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত কুল্লু, চাম্বা, কাংড়া ও মাণ্ডি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল। পরবর্তী সময়ে আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হিমাচলের পাহাড়ি অঞ্চলগুলোতে বর্ষার সময় ভূমিধস নতুন নয়, তবে এবারের ধসের মাত্রা ও ক্ষয়ক্ষতি উদ্বেগজনক। প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা একযোগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।