CAA কার্যকর হতেই চিন্তার ভাঁজ মতুয়াদের কপালে? হুঁশিয়ারি অনশনের

সিএএ কার্যকর হতেই, মঙ্গলবার হাবড়া থেকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।

March 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নাগরিকত্ব নিয়ে বিজেপির রাজনীতি পথে মতুয়ারা, ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সিএএ কার্যকর হতেই, মঙ্গলবার হাবড়া থেকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কেউ আবেদন করবেন না। নাগরিকত্বের জন্য আবেদন করলেই ‘অনুপ্রবেশকারী’ হয়ে যাবেন। কোনও নাগরিক অধিকার থাকবে না। ইতিমধ্যেই মতুয়া-সহ উদ্বাস্তুদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সাধারণ মতুয়া থেকে পাগল, গোঁসাইরা অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত। অনেকেই জানিয়ে দিয়েছেন, নাগরিকত্বের জন্য তাঁরা আবেদন করবেন না।

জগদীশ গোঁসাই বলছেন, ভারতের নাগরিক হিসেবে যেসব নথি থাকা জরুরি তার সবই মতুয়াদের রয়েছে। তাঁদের দাবি, ব্লক ধরে ধরে নাগরিকত্বের কার্ড দিক মোদী সরকার। তাঁরা নিঃশর্ত নাগরিকত্ব চান। এজন্য আবেদনের রাস্তায় হাঁটবেন না তাঁরা।

মতুয়াদের অনেকেরই বক্তব্য, ভারতের নাগরিক হিসেবে তাঁদের সব প্রমাণ রয়েছে। তাহলে কেন নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? ‘কেন্দ্রের পাতা ফাঁদে’ তাঁরা পা দেব না। প্রয়োজনে সিএএর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে অনশন শুরু করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen