বাদ-পড়া ভোটারদের জন্য ‘May I Help You’ শিবির, মালদহ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার প্রথম ধাপ। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে তার আগেই বাদ পড়তে চলা ভোটারদের নাম তোলার জন্য ব্লকে ব্লকে বিশেষ শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার মালদহের (Maldah) গাজোলের জনসভা থেকে সেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা জানান, ১২ ডিসেম্বর থেকে প্রতিটি ব্লকে ‘May I Help You’ ক্যাম্প খোলা হবে। সেখানে গিয়ে মানুষ প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। তৃণমূলনেত্রী দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, এই কাজে সর্বাত্মকভাবে মাঠে থাকতে হবে, এমনকি নাওয়াখাওয়া ভুলে কাজ করতে হবে।

শাসকদল সূত্রে খবর, সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে ইতিমধ্যেই তথ্য রয়েছে, কার নাম খসড়া তালিকায় বাদ পড়তে পারে। সেই অনুযায়ী নতুন করে নাম তোলার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। সেই কাজই ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মালদহ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। সেই জেলায় দাঁড়িয়ে মমতা ফের আশ্বাস দিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও ‘ডিটেনশন ক্যাম্প’ (Detention camp) তৈরি করতে দেবেন না। বৃহস্পতিবার তাঁর কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদে। এসআইআর (SIR) প্রক্রিয়ায় মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশেই এই সব হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, কোনও কৌশলেই বিজেপি (BJP) বাংলায় দখল নিতে পারবে না। বিজেপিকে ‘ছারপোকা’ বলে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘এই ছারপোকাদের গণতান্ত্রিক ভাবে মারতে হবে।’’

গাজোলের সভা থেকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ভোটের আগে নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা হতে পারে। তিনি বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা তুলে ধরেন এবং ‘লক্ষ্মীর ভান্ডার’-এর প্রসঙ্গ উল্লেখ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen