শ্রাবণ মাস জমে উঠুক গানে গানে

বাংলা গানের এই বিপুল সম্ভারে রয়েছে বহু বৃষ্টির গান, যা বাঙালিকে আজও আবেগতাড়িত করে তোলে।

July 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ থেকে শুরু হল শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই অঝোরে বৃষ্টি, প্রেম প্রেম ভাব আর বৃষ্টির গান। বাংলা গানের এই বিপুল সম্ভারে রয়েছে বহু বৃষ্টির গান, যা বাঙালিকে আজও আবেগতাড়িত করে তোলে।

চলুন শুনে নেওয়া যাক কিছু শ্রাবণের গান, যা আপনার মনকে আরো ফুরফুরে করে দেবেঃ

শ্রাবণের ধারার মতো

বাঙালির আবেগের বহিঃপ্রকাশ রবি ঠাকুরের গান ছাড়া অসম্পূর্ণ। বরাবর আমাদের যে কোনও আবেগের ভাষা হয়ে উঠেছে তাঁর গান। এই ভরা বর্ষায় এই গানটি শোনা চাইই চাই।

শাওন রাতে যদি

কাজী নজরুল ইসলাম রচিত এই গানটি বৃষ্টিমুখর সন্ধ্যেতে নতুন করে উস্কে দিতে পারে বিরহের বেদনা। দেবদাস ছবিতে উত্তম কুমারের লিপে মান্না দে গেয়েছিলেন গানটি।

আজি শ্রাবণ ঘন গহন মোহে

এই রবীন্দ্রসঙ্গীতটি শ্রাবণের বিকেলে আপনাকে দিতে পারে এক অন্যরকম আমেজ। নিজের পছন্দের শিল্পীর গলায় শুনে নিন গানটি।

শাওন গগনে ঘোর ঘনঘটা

রবি ঠাকুরের এই গানটি বৃষ্টি ভেজা রাতে হতে পারে আপনার পারফেক্ট সঙ্গী। হাতে থাকুক এক কাপ চা।

এই শ্রাবণ

রূপম ইসলামের গাওয়া ‘বাইশে শ্রাবণ’ ছবির এই গানটি এই প্রজন্মের বৃষ্টির গান। অনপম রায়ের কথা ও সুরে এই গানটি শুনলে আপনার বৃষ্টির সন্ধ্যেও হয়ে উঠবে রোমাঞ্চে ভরা। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen