‘ওরকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন?’ শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের

গঙ্গাসাগর মেলা নিয়ে এই শাসক–বিরোধী চাপানউতোরে তপ্ত হয়ে উঠেছে বাতাবরণ।

January 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলা নিয়ে প্রথমে একটি নজরদারি কমিটি গঠন করে। যেখানে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে তাঁকে বাদ দেয় আদালত। দ্বিতীয় নজরদারি কমিটি গঠিত হয়। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই বাদ পড়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। যার জবাবে রীতিমতো তুলোধনা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?‌ এদিন বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌প্রথমত শুভেন্দু অধিকারী ব্যক্তি নন, বিরোধী দলনেতা। কালকে রাজ্য সরকারের আপত্তি জানায়। পিটিশনগুলি সব রাজ্য সরকার করিয়েছে। বলে কোনও লাভ নেই, সবাইকে সবাই চেনে। রাজ্য সরকার বিজেপিকে ভয় পায়। বিরোধী দলনেতাকে ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র অ্যাজেন্ডা হল বিরোধী দলনেতাকে আটকাও। আমি পদের জন্য লালায়িত নই।’‌

এই মন্তব্যের পরই পাল্টা তুলোধনা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‌কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওরকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য সরকার শুধু একা নয়, সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে প্রস্তাব গিয়েছিল। কোনও রাজনৈতিক ব্যক্তিকে কেন কমিটিতে রাখা হবে। সে তো সরকারের বদনাম করার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভেদের রাজনীতি করবে। নিরপেক্ষতার প্রশ্নেই হাইকোর্টে সওয়াল করা হয়েছে।’‌

গঙ্গাসাগর মেলা নিয়ে এই শাসক–বিরোধী চাপানউতোরে তপ্ত হয়ে উঠেছে বাতাবরণ। যদিও গঙ্গাসাগর মেলা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই করতে হবে বলে আজ বাবুঘাটে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, কোভিড জয় করেছি, এবার ওমিক্রনও রুখে দেব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen