লা লিগায় রিয়াল মাদ্রিদ ঝড়, এমবাপ্পে ও ভিনি ম্যাজিকে ৩ পয়েন্ট ঘরে
এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে করলেন দুটি গোল, আর ম্যাচের ইনজুরি টাইমে একটি গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৪: লা লিগার নতুন মরশুমে আবারও নিজেদের পুরোনো ছন্দে রিয়াল মাদ্রিদ। রবিবার রিয়াল ওভিয়েদোর মাঠে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে করলেন দুটি গোল, আর ম্যাচের ইনজুরি টাইমে একটি গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধের ৩৭ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। মাঝমাঠে অরেলিয়েন চুয়ামেনির দারুণ ট্যাকল থেকে বল পায় আরদা গুলার। তরুণ মিডফিল্ডার চটজলদি বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে। বক্সের ভিতরে ঘুরে দারুণ একটি শটে গোল করেন। তবে এই গোলকে ঘিরে ফ্যানদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অনেকেই মনে করেছিলেন চুয়ামেনির ট্যাকলটি ফাউল ছিল।
২০০২ সালের নভেম্বরের পর প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। দীর্ঘদিন পর হওয়া এই লড়াইয়ে ওভিয়েদো ডিফেন্সে রিয়ালকে অনেক ক্ষন আটকে রাখে। এমনকি দ্বিতীয়ার্ধে তারা প্রায় সমতা ফিরিয়ে আনতে চলেছিল, যখন ঘানার মিডফিল্ডার কোয়াসি সিবোর শট পোস্টে লেগে ফিরে আসে।
তবে খেলার ৮৩ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। মাঝমাঠে বল কেড়ে নিয়ে ভিনিসিয়াস এমবাপ্পেকে বল বাড়িয়ে দেন। ফরাসি তারকা সহজেই গোল করে ব্যবধান বাড়ান। এরপর হ্যাটট্রিকের সুযোগও এসেছিল তাঁর সামনে, তবে দূরপাল্লার শট দারুণ সেভ করেন ওভিয়েদো গোলরক্ষক অ্যারন এসকানদেল।