রোমানিয়ার আশ্রয়ে সিউড়ির শাহরুখ, ব্যাকুল ঘরে ফেরার জন্য

সকাল থেকেই মোবাইলে ছেলের হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেলিভিশনের দিকে নজর রাখছে তাঁর পরিবার। ভারত সরকারের কাছে শাহরুখের বাবা বারবার অনুরোধ জানাচ্ছেন, যেন তাঁর সন্তানকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসে কেন্দ্রীয় সরকার।

March 3, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

ইউক্রেন সীমান্ত পেরিয়ে রোমানিয়ার একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন সিউড়ির বাসিন্দা ডাক্তারি ছাত্র শাহরুখ সুলতান আহমেদ। কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তবে ছেলে যতক্ষণ পর্যন্ত না ভারতের বিমানে চাপছে ততক্ষণ পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না শাহরুখের অভিভাবকরা। সকাল থেকেই মোবাইলে ছেলের হোয়াটসঅ্যাপ মেসেজ এবং টেলিভিশনের দিকে নজর রাখছে তাঁর পরিবার। ভারত সরকারের কাছে শাহরুখের বাবা বারবার অনুরোধ জানাচ্ছেন, যেন তাঁর সন্তানকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসে কেন্দ্রীয় সরকার।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে ইউক্রেনে আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী। শাহরুখ সুলতান আহমেদ সিউড়ির সাজানো পল্লির বাসিন্দা। ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজের ষষ্ঠ বর্ষের ছাত্র তিনি। আর মাত্র তিনমাস পর পড়াশোনা শেষ করে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার মধ্যেই বেধে গেল ভয়াবহ যুদ্ধ। শাহরুখ ইউক্রেনের রাজধানী কিয়েভে বসবাস করতেন। রাশিয়ার লক্ষ্য যখন রাজধানী কিয়েভ হয়ে ওঠে তখন থেকেই কার্যত আহার নিদ্রা ত্যাগ করে একটি বাঙ্কারে লুকিয়ে দিন কাটাতে হচ্ছিল শাহরুখকে। আর সিউড়িতে বসে আতঙ্কের মধ্যে দিন কাটছিল তাঁর পরিবারের। বুধবার দুপুর একটা নাগাদ ইন্টারনেটের মাধ্যমে তাঁর বাবা আফতাবুদ্দিন আহমেদকে ফোন করে শাহরুখ জানায় কিয়েভ থেকে ট্রেনে করে ১২ ঘণ্টার পথ অতিক্রম করে ইউক্রেনের সীমান্ত লাগোয়া চেরনোভিৎসি রেল স্টেশনে নেমে সেখান থেকে ইউক্রেন সীমান্ত অতিক্রম করেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ। বর্তমানে রোমানিয়া দেশের মিলিসাউটি নামে একটি জায়গায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শাহরুখ। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী। তিনি তাঁর বাবাকে ফোন করে সেই দেশের বাসিন্দারা যেভাবে ভারতীয়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার প্রশংসা করেছেন। শাহরুখের বাবা আফতাবুদ্দিন বাবু জানান, ত্রাণ শিবিরে রোমানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি সহ আসে পাশের দেশের বহু স্বেচ্ছাসেবী সংস্থা ভারতীয় ছাত্রছাত্রীদের সাহায্য করছেন। হিমাঙ্কের নীচে তাপমাত্রার মধ্যে ভারতীয়দের গরম কাপড়, জুতো-মোজা, গরম জল, পর্যাপ্ত খাবার, পানীয় জল, ইন্টারনেট ইত্যাদি সবকিছুই ব্যবস্থা করেছেন তাঁরা। এখন শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় বিমান রোমানিয়ার বুখারেস্ট বিমানবন্দরে যাতায়াত করছে। ত্রাণশিবির থেকে সড়কপথে ছয় ঘণ্টা অতিক্রম করে বিমানবন্দরে পৌঁছতে হবে শাহরুখকে। তারপর সেখান থেকে ভারতের অভিমুখে যাত্রা শুরু করবে শাহরুখ। এই যাত্রাপথে অন্যান্যদের সঙ্গে তাঁর সঙ্গী একটি বিড়াল। তাকেও প্রাণ বাঁচাতে সঙ্গে নিয়ে আসছে শাহারুখ। আফতাবুদ্দিন বাবু বলেন, আজ কিছুটা স্বস্তি পেলাম এটা শুনে যে, ছেলে ইউক্রেন সীমান্ত পেরিয়েছে নির্বিঘ্নে। চিন্তা কিছুটা কাটলেও দেশে পা না রাখা অবধি উদ্বেগ রয়েছে। ভারত সরকারের কাছে অনুরোধ, আরও দ্রুত যেন ভারতীয়দের নিরাপদে এদেশে নিয়ে আসা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen