বাংলার রায় থেকে বিশ্বসেরার লড়াই, ২০২৬-র মেগা ইভেন্ট কী কী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: শুরু হল নতুন বছর। এ বছর অর্থাৎ ২০২৬ সালে একাধিক ঘটনা ঘটতে চলেছে। বিশ্বকাপের আসর বসবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিশ্বসেরা হওয়ার লড়াই জমবে এ বছর। রয়েছে নীলবাড়ি দখলের লড়াই।
নতুন বছরে কোন কোন মেগা ইভেন্ট রয়েছে, দেখে নেওয়া যাক।
বাংলার বিধানসভা নির্বাচন: এ বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছে, মার্চ-এপ্রিলের মধ্যে ভোটপর্ব মিটে যাবে। শাসক শিবিরের আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ফিরবেন। বিরোধীরাও জমি ছাড়তে নারাজ। মূলত বিজেপি মরিয়া জিততে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, পুডুচেরি, কেরল, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা নিয়ে উদ্বেগ রয়েছে। হাসিনার দল নির্বাচনে লড়তে পারবে না। খালেদার মৃত্যুর পর বিএনপির দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে।
T-20 বিশ্বকাপ: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ চলবে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দেশ। টিম ইন্ডিয়া নামছে ট্রফি ধরে রাখার লক্ষ্যে। সূর্য কুমাররা অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
FIFA বিশ্বকাপ: ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। এই প্রথমবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে ৪৮ দেশের। দেশের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বকাপে ম্যাচের সংখ্যাও বাড়ছে। এ যাবৎ ৩২ দলের বিশ্বকাপে ৬৪ ম্যাচ হত। এবার আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা হবে। প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
কমনওয়েলথ গেমস: স্কটল্যান্ডের গ্লাসগোতে বসবে কমনওয়েলথ গেমসের আসর। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গেমস। টুর্নামেন্টে অংশ নেবে ৭৪টি দেশ।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। জুন-জুলাইয়ে এই মেগা ইভেন্ট আয়োজিত হবে।