ভারতীয় ফুটবলের ভাগ্য নির্ধারণে মেগা বৈঠক ৩ ডিসেম্বর,এই দিনেই স্পষ্ট হবে আগামী রোডম্যাপ!

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আজ এক গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে। আসন্ন ৩ ডিসেম্বর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আহ্বানে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক বৈঠক, যেখানে ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িত সবক’টি বড় স্টেকহোল্ডার একই টেবিলে বসবেন। দীর্ঘদিন ধরে অবকাঠামো, লিগ কাঠামো, বিনিয়োগ, সম্প্রচার, খেলোয়াড় উন্নয়ন এবং প্রশাসনিক নীতির নানা সমস্যায় জর্জরিত ভারতীয় ফুটবল এখন একটি নতুন দিশা খুঁজছে।

বৈঠকের সূচি ইতিমধ্যেই জানানো হয়েছে— দুপুর ১:৩০-এ ISL ক্লাবগুলির সঙ্গে শুরু হবে আলোচনা। তারপর পর্যায়ক্রমে ২:১৫-এ I-League এবং নিম্ন ডিভিশনের ক্লাবগুলি, ৩টেয় FSDL, ৩:৩০-এ অন্যান্য বিডার এবং ৪টেয় সম্প্রচারকারী ও OTT সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। সবশেষে ৪:৩০-এ যৌথ বৈঠকে সকল পক্ষকে একই আলোচনায় আনবে মন্ত্রক।

ফুটবলপ্রেমীদের কাছে এই দিনটি শুধুই একটি বৈঠক নয়—এটি ভারতের ফুটবল কাঠামো পুনর্গঠনের সম্ভাব্য সূচনা। এখান থেকে বেরানো সিদ্ধান্ত বদলে দিতে পারে ভারতীয় ফুটবলের পথ, পরিচয় এবং ভবিষ্যৎ। তাই সবাই তাকিয়ে ৩ ডিসেম্বরের দিকে—যেদিন হয়তো নতুন স্বপ্ন, নতুন অধ্যায়ের সূচনা হবে ভারতীয় ফুটবলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen