ছাব্বিশের আগেই মেগা চমক! বৃহস্পতিতে ২১ হাজার কোটির রাস্তা প্রকল্পের সূচনা করবেন মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ছাব্বিশের আগেই রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়নে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রামীণ থেকে শহরাঞ্চল- রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বৃহস্পতিবার ‘পথশ্রী’ (Pathashree Scheme) ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্বের সূচনা করতে চলেছেন তিনি। এই পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ে রাজ্যের অন্যতম বৃহৎ পরিকাঠামো প্রকল্প।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রিমোট কন্ট্রোলের বোতাম টিপে সারা রাজ্যের এই বিপুল কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং পঞ্চায়েত সচিব। এছাড়া ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা এই বৈঠকে যুক্ত থাকবেন।
প্রশাসন সূত্রে খবর, এই মেগা প্রজেক্টে মোট ২০,৪৭৯টি রাস্তা তৈরি ও সংস্কার করা হবে। যার মোট দৈর্ঘ্য ২০,০৩০ কিলোমিটার। এই বিশাল কাজের জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় ২১,৯৮৭ কোটি টাকা।
কাজের সুবিধার্থে প্রকল্পটিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে:
১. পঞ্চায়েত এলাকা: প্রকল্পের সিংহভাগ কাজ হবে গ্রামীণ এলাকায়। পঞ্চায়েত দপ্তরের অধীনে ৯,১১৪টি রাস্তা তৈরি হবে, যার মোট দৈর্ঘ্য ১৫,০১১ কিলোমিটার। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৬,৯৮৭ কোটি টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মুহূর্ত থেকেই এই অংশের কাজ শুরু হয়ে যাবে বলে খবর।
২. শহরাঞ্চল (KMDA): কেএমডিএ-র তত্ত্বাবধানে তৈরি হবে ১১,৩৬৫টি রাস্তা, যার মোট দৈর্ঘ্য ৫,০১৯ কিলোমিটার। এই অংশের জন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের এই অংশের কাজ আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে রাস্তাঘাট মেরামতি ও নতুন রাস্তা তৈরি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি থাকে। সেই ক্ষোভ প্রশমন এবং উন্নয়নের বার্তা দিতেই তড়িঘড়ি এই মেগা রোড-ব্লুপ্রিন্ট বাস্তবায়নে নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবার থেকে এই ২২ হাজার কোটি টাকার প্রকল্পের চাকা গড়াতে শুরু করবে।