সংসদে কমল হাসানের Debut, তামিলে রাজ্যসভায় শপথবাক্য পাঠ তারকা অভিনেতার
July 25, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: রাজ্যসভায় শপথ নিলেন সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)। রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি হল দক্ষিণী সুপারস্টার কমল হাসানের। আজ, শুক্রবার রাজ্যসভায় শপথ নেন এই কিংবদন্তি অভিনেতা। তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন তিনি।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ২০২৪ সালের মার্চ মাসে মাক্কাল নিধি মায়াম সুপ্রিমো অভিনেতা কমল হাসান আনুষ্ঠানিকভাবে ডিএমকে-নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট এসপিএ-এ তে যোগ দিয়েছিলেন৷ সেই সময়েই তাঁকে রাজ্যসভার সাংসদ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ডিএমকে নির্বাচনী চুক্তি অনুসারে রাজ্যসভা নির্বাচনে কমল হাসানকে প্রার্থী করে। তামিলনাড়ু থেকে রাজ্যসভায় মোট ৬টি আসন ফাঁকা হয়। ক্ষমতাসীন ডিএমকে-নেতৃত্বাধীন জোট তার মধ্যে একটি আসন থেকে কমল হাসানকে রাজ্যসভায় পাঠাল।