শেষ বেলায় সবুজ মেরুনের বড় চমক! পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে মেহতাব সিং

ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে বড় দলবদল।

August 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৩: ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে বড় দলবদল। মুম্বই সিটি এফসি(Mumbai City Fc)থেকে অভিজ্ঞ ডিফেন্ডার মেহতাব সিংকে(Mehtab Singh) দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট(MBSG)।পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ২৭ বছর বয়সী এই ভারতীয় ডিফেন্ডার।শনিবার অফিসিয়ালি সেইখবর ঘোষণা করল সবুজ মেরুন।

শনিবারই ক্লাবের হয়ে মেডিক্যাল টেস্ট সম্পন্ন করে ফেলেছেন মেহতাব এবং একই দিন তিনি নামছেন দলের অনুশীলনে। মুম্বই সিটির জার্সিতে খেলে তিনি ইতিমধ্যেই জিতেছেন দুটি আইএসএল কাপ ও শিল্ড, পাশাপাশি খেলেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগেও। সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাক দুটি ভূমিকাতেই তিনি পারদর্শী। মোহনবাগানের ডিফেন্সে যে নতুন শক্তি যোগ হবে, তা বলাই বাহুল্য।

নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত মেহতাব বলেছেন, “প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে মোহনবাগানের হয়ে খেলার। আমারও সেই স্বপ্ন পূরণ হল। এই দল ভারতের সেরা ক্লাবগুলির মধ্যে একটি। এখানে দলে দুর্দান্ত বিদেশি ফুটবলার, আবার দেশের একাধিক সেরা আন্তর্জাতিক খেলোয়াড়রাও এই দলে আছেন।”

তিনি আরও যোগ করেন—
“মুম্বইয়ের হয়ে আমি এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলেছি, আবার দুইবার লিগ ও কাপ জিতেছি। সেই অভিজ্ঞতা আমি সবুজ-মেরুনের জার্সিতেও কাজে লাগাতে চাই। কারণ ১৬ই সেপ্টেম্বরই আমাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ ২ ম্যাচ।”

কলকাতার ফুটবল আবহাওয়া সম্পর্কেও মেহতাবের উচ্ছ্বাস স্পষ্ট তিনি বলেন,“কলকাতায় ফুটবল নিয়ে সব সময় একটা আলাদা উত্তেজনা থাকে। মোহনবাগানের সমর্থকরা দেশের সেরা, তাদের আবেগ আর ভালোবাসা সম্পর্কে আমি জানি। বিশেষ করে ডার্বি ম্যাচে তাদের উন্মাদনা অন্য মাত্রা পায়। আমি চাই সবুজ-মেরুন জার্সি গায়ে আরও ট্রফি জিততে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen