তাজমহলে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেপ্তার ৪
তাজগঞ্জ পুলিশ থানার ইন্সপেক্টর উমেশ চন্দ্র ত্রিপাঠি বলেন, তাজমহল চত্বরে দক্ষিণপন্থী নেতা গৌরব ঠাকুরের নেতৃত্বে তিনজন গেরুয়া পতাকা ওড়াচ্ছিল।
January 5, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

তাজমহল চত্বরে গেরুয়া পতাকা ওড়ানোর অভিযোগে গতকাল চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সেখানে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।
তাজগঞ্জ পুলিশ থানার ইন্সপেক্টর উমেশ চন্দ্র ত্রিপাঠি বলেন, তাজমহল চত্বরে দক্ষিণপন্থী নেতা গৌরব ঠাকুরের নেতৃত্বে তিনজন গেরুয়া পতাকা ওড়াচ্ছিল। পুলিশ ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।