হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘Message YourSelf’, জানুন কী করে করবেন
মেটা পরিচালিত হোয়াটসঅ্যাপ সকলের জন্য এই ফিচার আপডেট পাঠিয়েছে।
December 7, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi
হোয়াটসঅ্যাপে (WhatsApp) এল বিরাট পরিবর্তন। মেসেজ ইওরসেলফ (Message YourSelf)- যা দিয়ে এবার নিজেকে নিজেই মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। মেটা (Meta) পরিচালিত হোয়াটসঅ্যাপ সকলের জন্য এই ফিচার আপডেট (Feature Update) পাঠিয়েছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মেসেজ করা ছাড়াও পাঠাতে পারবেন –
১. নোটস
২. রিমাইন্ডার
৩. শপিং লিস্ট
হোয়াটসঅ্যাপে এই ফিচার আপডেট আগামী এক সপ্তাহের মধ্যেই সকলের জন্য চলে আসবে। মেসেজ ইওরসেলফ ব্যবহার করুন নিম্নলিখিত পদ্ধতি মেনে-
১) অ্যান্ড্রয়েড, ডেস্কটপ এবং আইওএসে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ফেলুন।
২) নিউ চ্যাট অপশনে গিয়ে ক্লিক অথবা ট্যাপ করুন।
৩) কন্ট্যাক্ট লিস্টে গিয়ে নিজের নামে ক্লিক অথবা ট্যাপ করুন।
৪) নিজেকেই মেসেজ করা শুরু করুন।