মেসি-বরনের স্বপ্ন বদলে গেল দুঃস্বপ্নে, যুবভারতী-কাণ্ডে টলিপাড়াতেও হতাশার প্রতিধ্বনি

December 13, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৩৫: লিওনেল মেসিকে (Lionel Messi) চাক্ষুস করার স্বপ্ন মুহূর্তে বদলে গেল দুঃস্বপ্নে। অব্যবস্থাপনার জেরে রণক্ষেত্রের চেহারা নিল যুবভারতী ক্রীড়াঙ্গন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং পকেটের কড়ি খরচ করেও ‘ফুটবল ঈশ্বর’-এর দর্শন মেলেনি। উল্টে বিশ্বসেরা ফুটবলারকে ঘিরে বিশৃঙ্খলার ছবি ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। এই চরম অব্যবস্থার জেরে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভক্তদের ভাঙা মন জোড়া লাগছে না। তাঁদের একটাই আক্ষেপ, “টাকা ফেরত এলেও মেসিকে দেখার মাহেন্দ্রক্ষণ আর ফিরবে না।” এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ টলিউডের ফুটবলপ্রেমী তারকারাও।

মেসির কলকাতা (Kolkata) সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক থেকে অভিনেতারা। বিশেষত, রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই ঘটনায় ক্ষমা চাইতে হওয়ায় তীব্র ধিক্কার জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। তিনি বলেন, “এই ঘটনা কলকাতার জন্য লজ্জাজনক! সারা পৃথিবী লাইভ টেলিকাস্ট দেখছে। সেখানে এমন অনভিপ্রেত ঘটনা এবং তার জেরে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে, এটা ভীষণই লজ্জার। দূরদূরান্ত থেকে আসা মানুষগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে।”

ফুটবলপাগল অভিনেতা ঋষভ বসু বিষয়টিকে ‘বাংলার লজ্জা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, “টিভি পর্দায় যাঁকে দেখে বড় হয়েছি, সেই মেসিকে একঝলক দেখার আশায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন সাধারণ মানুষ। অথচ মাঠে দেখা গেল, একদল লোক মেসিকে এমনভাবে ঘিরে রেখেছেন যে তাঁকে দেখাই যাচ্ছে না। মেসি নিজেও বিরক্ত হচ্ছিলেন। বাইচুং, সুনীল ছেত্রীর মতো তারকার জন্ম যে যুবভারতীতে, সেখানে এমন দৃশ্য মেনে নেওয়া যায় না। গোটা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেল।” ঋষভ আরও জানান, ওই দিন একটি সেলিব্রিটি ম্যাচ হওয়ার কথা থাকলেও অব্যবস্থার কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

ক্ষোভ গোপন করেননি অভিনেতা বনি সেনগুপ্ত এবং পরিচালক সুমন ঘোষও। বনির কথায়, “উদ্যোক্তাদের পরিকল্পনায় বড়সড় খামতি ছিল। মানুষের রাগের বিস্ফোরণ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনায় বাংলার নামের সঙ্গে যে কলঙ্ক জুড়ে গেল, তা দুর্ভাগ্যজনক।” অন্যদিকে মায়ামি নিবাসী পরিচালক সুমন ঘোষ ফেসবুকে কটাক্ষ করে লিখেছেন, “ঘরের ছেলে ঘরে (মায়ামি) ফেরো।”

মেসিকে কেন্দ্র করে এই নজিরবিহীন বিশৃঙ্খলা এবং উদ্যোক্তাদের অপদার্থতা যে ক্রীড়ানগরী কলকাতার ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রইল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen