মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর মেসিদের সেলিব্রেশন, দেখুন সাজঘরের সেই ভিডিও

দু’গোলে ম্যাচ জিতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।

November 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্য: sports brief

কাতার বিশ্বকাপের শুরুটা মেসিদের কাছে এখন দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারতে হয়েছে তাঁদের। সেই জন্য তুমুল সমালোচনার মুখে পড়তে হয় স্কালোনির দলকে। তবে টুর্নামেন্টের পরের ম্যাচেই স্বমহিমায় ফিরে এসেছে আর্জেন্টিনা। শক্তিশালী মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন মেসিরা।

দু’গোলে ম্যাচ জিতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। চাপের মুখে ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফিরেও বাঁধনহারা সেলিব্রেশনে মেতে ওঠেন মেসিরাও। খালি গায়েই গান গাইতে থাকেন দলের সকল সদস্য। সটান টেবিলে উঠে পড়েন গোলকিপার এমি মার্টিনেজ। খালি গায়ে হাততালি দিতে দিতে সতীর্থদের গানে যোগ দেন মেসিও।



লিওনেল মেসি তো রয়েছেনই কিন্তু মেক্সিকোর সঙ্গে ম্যাচের পর নতুন একজনকে নিয়ে চর্চা শুরু হয়েছে। পরশু রাতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর পাদপ্রদীপের আলোর নিচে অনেকটাই অচেনা এক নাম— এনজো ফার্নান্দেস।

আর্জেন্টিনার ২–০ ব্যবধানের জয়ে ৬৪ মিনিটে প্রথম গোলটি করেছেন মেসি। অসাধারণ এক পাসে সেই গোলের মুভটি শুরু করেছিলেন ফার্নান্দেস। ৮৭ মিনিটে মেসির ছোট এক পাস থেকে বল পেয়ে ডান পায়ের অসাধারণ শটে দলের দ্বিতীয় গোলটি করেন বেনফিকার মিডফিল্ডার। এরপর থেকেই তাঁকে নিয়ে তুমুল আগ্রহ বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen