কলকাতায় মেসি-জ্বর, যুবভারতীর ইভেন্টে যোগ দিচ্ছেন কিং খানও

December 11, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩০: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) পা রাখতে চলেছেন কলকাতায়। ১২ ডিসেম্বর মাঝরাতে, ক্যালেন্ডার অনুযায়ী ১৩ ডিসেম্বর রাত ১টায় শহরে নামবেন তিনি। পরদিন সকাল থেকেই শুরু হবে তাঁর ব্যস্ত সূচি, আর তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন হাজার হাজার সমর্থক। মেসির সফরকে ঘিরে শহরজুড়ে এখন উৎসবের আবহ।

এই উত্তেজনার মধ্যেই নতুন চমক যোগ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে শাহরুখ উপস্থিত থাকতে পারেন। অবশেষে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তিনি মেসির কলকাতা ইভেন্টে থাকছেন। নিজের পোস্টে শাহরুখ লিখেছেন, ‘এ বার কলকাতায় আমার নাইটদের নিয়ে কোনও প্ল্যান নেই এবং আশা করছি এই দিনটা পুরো মেসিময় হবে। ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।’ তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস আরও বেড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় শহরের একটি হোটেলে স্পনসরদের বিশেষ অনুষ্ঠান দিয়ে শুরু হবে মেসির দিনের কর্মসূচি। সকাল ১০টার দিকে তিনি পৌঁছবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে নাচ ও গানের মাধ্যমে তাঁকে জানানো হবে শ্রদ্ধা। এরপর মাঠে অনুষ্ঠিত হবে মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ, যা গ্যালারি থেকে দেখবেন মেসি নিজে।

সকাল ১০টা ৫০ মিনিটে মেসি নামবেন মাঠে এবং দুই দলের ফুটবলারদের সঙ্গে দেখা করবেন। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি খুদে ফুটবলারদের সঙ্গে হবে বিশেষ সেশন- ‘মাস্টার ক্লাস উইথ মেসি’। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী, পরিবার, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল।

যুবভারতী থেকে মেসি রওনা দেবেন লেকটাউনের উদ্দেশে, যেখানে তাঁর ৭০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হবে। এরপর দুপুর দুটোয় তিনি বিমানে করে হায়দ্রাবাদের উদ্দেশে কলকাতা ছাড়বেন।

মেসির কলকাতা সফরের মূল ইভেন্টে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Adrian Paes)। সব মিলিয়ে, মেসির আগমনকে কেন্দ্র করে কলকাতা প্রস্তুত এক স্মরণীয় দিনের সাক্ষী হতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen