ওয়াংখেড়েতে মেসি ম্যাজিক, লিয়ো-সচিন-সুনীল ছেত্রীর ত্রিগলবন্দি

December 14, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫০: ওয়াংখেড়ে মাতিয়ে দিলেন মেসি। সব মিলিয়ে ওয়াংখেড়েতে ৬১ মিনিট থাকলেন বিশ্বকাপজয়ী তারকা। সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হল। মেসি ম্যাজিক উপভোগ করলেন ওয়াংখেড়ে ভর্তি দর্শক। রবিবার, ওয়াংখেড়ে যাওয়ার আগে ব্রেবোর্ন স্টেডিয়ামে ‘ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া’য় গিয়েছিলেন মেসি। ‘প্যাডল কাপ’-এ অংশ নেন তিনি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। সেখানে সস্ত্রীক হরভজন সিংহ, করিনা কাপূররা মেসির সঙ্গে দেখা করেন।

অন্যদিকে, দুপুর থেকে ওয়াংখেড়েতে চারটি দলের মধ্যে একটি করে ম্যাচ হল। প্রতিটি দলে সাত জন করে খেললেন। সুনীল ছেত্রী, আশুতোষ মেহতা, চিংলেনসানা সিং, রাহুল ভেকে, বালা দেবীর মতো ফুটবলারের পাশাপাশি ডিনো মোরিয়া, জিম সরভের মতো অভিনেতারাও ছিলেন দলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন মাঠে। ৫:৫০ মিনিটে মাঠে আসেন মেসি, সুয়ারেজ ও ডি’পল।

সুনীলদের সঙ্গে হাত মেলালেন মেসি। দু’জনে পেনাল্টি শট নিলেন। গোলও করলেন। একের পর এক শটে গ্যালারিতে ফুটবল পাঠান মেসিরা। গোটা মাঠ ঘুরে ঘুরে চলল তিন ফুটবলারের কীর্তি। প্রজেক্ট মহাদেবের উদ্বোধন করলেন মেসি। তার আগে বাচ্চাদের সঙ্গে ‘পাসিং দ্য বল’ খেললেন মেসিরা। শেষে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। মাঠে তৈরি মঞ্চে তিন জনকে সংবর্ধনা দেওয়া হল। মেসির হাতে সই করা নিজের জার্সি তুলে দিলেন সচিন। মেসি পাল্টা তাঁর হাতে তুলে দিলেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen