মুম্বইয়ে আজ মেসি-ম্যানিয়া! ওয়াংখেড়ে ঠাসা কর্মসূচি, থাকছেন সচিন-শাহরুখ

December 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আজ মেসির ভারত সফরের দ্বিতীয় দিন। রবিবার মায়ানগরী মুম্বইয়ে পা রাখছেন ফুটবল জাদুকর লিয়োনেল মেসি (Lionel Messi)। হায়দ্রাবাদ থেকে ব্যক্তিগত বিমানে বাণিজ্যনগরীতে আসছেন তিনি। সঙ্গে থাকছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল। দিনভর ঠাসা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।

কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ না হলেও, মুম্বইয়ে ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের সঙ্গে মেসির দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.৩০ নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে (CCI) যাবেন মেসি। সেখানে বিকেল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন বিশ্বজয়ী অধিনায়ক। বিশেষ চমক হিসেবে মেসির সঙ্গে প্যাডেল হাতে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকরকে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।

বিকেল ৫টা নাগাদ মেসির গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানে রাত ৮টা পর্যন্ত থাকার কথা তাঁর। ওয়াংখেড়েতে প্রথমে মেসিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এরপর অনুষ্ঠিত হবে খ্যাতনামীদের একটি ফুটবল ম্যাচ, যেখানে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী সহ একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। মেসি নিজে এই ম্যাচে খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের একটি সঙ্গীতানুষ্ঠান এবং শেষে দ্বিতীয়ার্ধের খেলা হবে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করবেন মেসি। দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১০ মিনিটের একটি পেনাল্টি শুটআউট সেশন, যেখানে মেসি, সুয়ারেজ এবং ডি’পল অংশ নিতে পারেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খুদেদের নিয়ে ‘প্রজেক্ট মহাদেব’ নামক একটি ৩০ মিনিটের কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। সেখানে প্রায় ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন তিনি।

সাধারণ দর্শকরা টিকিট কেটে এই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন, যার মূল্য ধার্য করা হয়েছে ৮৮৫০ টাকা থেকে ১৪৭৫০ টাকা পর্যন্ত। তবে দুপুর ২টোর মধ্যে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। অনুষ্ঠানটি টেলিভিশনেও সরাসরি সম্প্রচারিত হবে। কলকাতার অভিজ্ঞতার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখছে না। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া মেসির ধারেকাছে কাউকে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

দিনের শেষে রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। সেখানে জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফের মতো বলিউড তারকাদের দেখা যাবে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিও উপস্থিত থাকতে পারেন। এই অনুষ্ঠানে কাতার বিশ্বকাপের মেসির একটি স্মারক নিলাম হওয়ার কথা। তবে এই বিশেষ অনুষ্ঠানটিতে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen