ঘরের মাঠে নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন Messi, জোড়া গোল করে কী বললেন বিশ্বকাপজয়ী তারকা?
ভারতীয় সময় শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন গতবারের চ্যাম্পিয়নরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: ঘরের মাঠে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। মাঠে নেমে স্বমহিমায় জোড়া গোল করলেন মেসি। ম্যাচ শেষ হতেই জানিয়ে দিলেন, আগামী বছর বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেননি। তবে কি ফুটবলপ্রেমীরা আর মেসি ম্যাজিক দেখতে পাবেন না?
ভারতীয় সময় শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচে নামার আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, “ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।” এতেই তুঙ্গে জল্পনা, সম্ভবত ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে আর খেলতে দেখা যাবে না তাঁকে। আগামী বছর বিশ্বকাপে হয়ত খেলবেন। তারপরই ফুটবলকে চির বিদায় জানাবেন লিও।
এদিন ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ৩৯ মিনিটে তিনি বল জালে জড়িয়ে দিতেই গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল করেন লিও। স্টেডিয়ামে এদিন উপচে পড়েছিল সমর্থকদের ভিড়। মেসির সন্তানরাও উপস্থিত ছিলেন।
ভেনেজুয়েলাকে ৩-০ হারানোর পর মেসি বলেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, তিনি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবেন না। কিন্তু বিশ্বকাপ প্রায় এসেই গিয়েছে। খেলতে খুবই আগ্রহী তিনি। তবে প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাইছেন মেসি। তিনি আরও বলেন, যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারেন তাহলে সরে দাঁড়াবেন তিনি। মেসি সাফ জানান, বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।