সমস্ত জল্পনার অবসান, বার্সাতেই থাকছেন মেসি

গোল ডটকম সূত্রের খবর, মেসি আরও একবছর বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন।

September 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সমস্ত জল্পনার অবসান। আরও এক বছর বার্সাতেই থাকছেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন ৬ বারের বিশ্ব সেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখে কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ক্যাটালান ক্লাব ছেড়ে মেসি ম্যানচেষ্টার সিটিতে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই জল্পনায় মেসি জল ঢেলেছেন। গোল ডটকম সূত্রের খবর, মেসি আরও একবছর বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন।

গোল ডটকমকে মেসি বলেছেন, ‘আমি এখানে খুশি নই। বার্সেলোনা ছাড়তে চেয়েছিলাম। কিন্তু আমাকে ছাড়তে দেওয়া হয়নি। আইনী ঝামেলায় যাতে না পড়তে হয় সেজন্য আমি বার্সেলোনাতেই থেকে যাচ্ছি। বার্তামিউয়ের পরিচালনায় ক্লাব চলছে। এটা কার্যত বিপর্যয়ের সমান।’

মেসি আরও বলেন, ‘ক্লাব ছাড়ার আরও একটা উপায় ছিল। তাহলে আমাকে কোর্টে যেতে হত। কিন্তু আমি বার্সেলোনাকে ভালোবাসি। বার্সেলোনার বিরুদ্ধে কোর্টে যেতে পারব না। এটাই সেই ক্লাব যা আমাকে সবকিছু দিয়েছে, আর আমিও যাকে সবকিছু দিয়েছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen