মেসির জাদু চলবে আরও চার বছর, ইন্টার মিয়ামিতে ২০২৮ পর্যন্ত চুক্তি নবীকরণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৪৭: ফুটবল বিশ্বে আবারও রোমাঞ্চের ঢেউ তুললেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তি অনুযায়ী, তিনি থাকছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) অন্তত ২০২৮ মরসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, মেসির মায়ামি অধ্যায় এখনও অনেক দূর যেতে চলেছে।
আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি খেলোয়াড় আগেই বলেছিলেন, মিয়ামিই হবে তাঁর শেষ ক্লাব। কিন্তু ৩৮ বছর বয়সেও অবসরের কোনো ইঙ্গিত দেননি তিনি। বরং স্পষ্ট জানিয়েছেন—বয়স নয়, ফুটবলের প্রতি ভালোবাসাই নির্ধারণ করবে তাঁর পথ। এই নতুন চুক্তির মাধ্যমে নিশ্চিত হলো যে, মেসি ২০২৬ সালের বিশ্বকাপের পরও প্রতিযোগিতামূলক ফুটবলে থাকবেন। উল্লেখ্য, ওই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়।
২০২৩ সালে প্যারিস সাঁ জা (পিএসজি)-তে হতাশাজনক সময় কাটিয়ে মেসি যখন ইন্টার মিয়ামিতে যোগ দেন, তখন অনেকেই সন্দেহ করেছিলেন তাঁর প্রভাব নিয়ে। কিন্তু মাত্র এক মরসুমেই তিনি প্রমাণ করেছেন মেসির উপস্থিতি মানেই জাদু। তাঁর আগমনের পর এমএলএসে দর্শকসংখ্যা ও টিকিট বিক্রি দুই-ই রেকর্ড ছুঁয়েছে। ২০২৪ সালে, মিয়ামি প্লে-অফ থেকে ছিটকে গেলেও, মেসি নির্বাচিত হন ‘এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।
চলতি মরসুমেও তাঁর দাপট অব্যাহত। মিয়ামিকে তিনি আবারও প্লে-অফে ফিরিয়ে এনেছেন, আর ইস্টার্ন কনফারেন্সে শেষ করেছেন তৃতীয় স্থানে। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ে হ্যাটট্রিক করে নিয়েছেন মরসুমের সোনার জুতো পুরস্কারও—২৮ ম্যাচে ২৯ গোল!
এখন মেসির লক্ষ্য, ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতানো। আসন্ন শুক্রবার শুরু হচ্ছে প্লে-অফ, আর প্রতিপক্ষ আবার সেই ন্যাশভিলই। মেসির নেতৃত্বে দল যেমন উজ্জীবিত, তেমনি ফুটবলপ্রেমীরাও আশা করছেন নতুন এক অধ্যায়ের সূচনা হবে এমএলএসে—যেখানে ৩৮ বছর বয়সেও জ্বলজ্বল করবেন ফুটবলের অনন্ত জাদুকর, লিওনেল মেসি।