দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মেসির বোন, স্থগিত জানুয়ারির বিয়ে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: ভারত সফর শেষ করে সবেমাত্র দেশে ফিরেছিলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। উৎসবের মেজাজেই ছিল গোটা পরিবার। কিন্তু তার মধ্যেই ছন্দপতন। বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন মেসির বোন মারিয়া সল (Maria Sol Messi)। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই অনভিপ্রেত ঘটনার জেরে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে তাঁর বিয়ে।
সম্প্রতি ভারত মাত করে দেশে ফিরেছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সাথে বড়দিন এবং বোনের বিয়ের আনন্দ ভাগ করে নিতে রোজারিওতে পৌঁছেছিলেন তিনি। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল দুঃসংবাদ। জানা গিয়েছে, আমেরিকার মায়ামিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। মারিয়া নিজেই গাড়ি চালাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িটি।
পারিবারিক সূত্রে এবং আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার অভিঘাত ছিল বেশ গুরুতর। মারিয়ার মেরুদণ্ডে চোট পেয়েছেন, ভেঙেছে গোড়ালি এবং কব্জির হাড়। পাশাপাশি শরীরের বেশ কিছু অংশ পুড়েও গিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি বিপন্মুক্ত এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার (Rehabilitation) প্রয়োজন হবে।
আগামী ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে মারিয়া সলের বিয়ের দিন ধার্য ছিল। পাত্র ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ জুলিয়ান আরেলানো। ছোটবেলার প্রতিবেশী ও দীর্ঘদিনের এই প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধার কথা ছিল এলএম টেন-এর বোনের। রোজারিওতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতিও ছিল তুঙ্গে, যেখানে স্বয়ং মেসির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বোনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য এই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেসি পরিবার।
পেশায় একজন সফল ব্যবসায়ী মারিয়া সল। ‘বিকিনিস রিও’ নামে তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে, যা আন্তর্জাতিক মহলেও বেশ পরিচি। ভাই লিয়োনেল মেসির বিভিন্ন প্রজেক্টের সঙ্গেও তিনি যুক্ত থাকেন।
ভারতের কলকাতা, মুম্বই সহ একাধিক শহরে ‘গোট ট্যুর’ (GOAT Tour) শেষ করে মেসি এখন ছুটিতে। কিন্তু দেশে ফিরেই বোনের এমন দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন ফুটবল রাজপুত্র। আপাতত উৎসবের আনন্দ ম্লান হয়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে মেসি পরিবারে।