বিজয়ার উপহার! ঘোষিত হল মেসির সফরসূচি, কবে কলকাতায় পা রাখবেন আর্জেন্টাইন মহাতারকা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: চোদ্দ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে পা রাখতে চলেছেন মেসি। দশমীর সকালে লিওনেল মেসির (Lionel Messi) ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে ভারতে আসছেন বিশ্বকাপজয়ী মহাতারকা। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সবই জানানো হয়েছে বিস্তারিত। জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় আসবেন। সেখান থেকে মুম্বই এবং নয়া দিল্লিতে যাবেন। ভারতের আরও একটি শহরে যাবেন মেসি, যদিও শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি।
বিবৃতিতে মেসি জানিয়েছেন, “ভারত খুব স্পেশাল একটা দেশ। সেখানে আবারও যেতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। ১৪ বছর আগে ভারত সফরে গিয়েছিলাম, দারুণ স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম।”
মেসির ভারত সফরের (Lionel Messi tour of India) অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’। এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে হবে এই আয়োজন। সেখান থেকে মেসি যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন। ১৪ ডিসেম্বর কলকাতা থেকে মুম্বই পাড়ি দেবেন মেসি।