উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলে স্কুলে পৌঁছতে শুরু করেছে মেটাল ডিটেক্টর

কিছু মাইনর বিষয়ে যেমন মিউজিক সহ অন্যান্য ভোকেশনাল সাবজেক্টের জন্য সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।

February 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। কিছু মাইনর বিষয়ে যেমন মিউজিক সহ অন্যান্য ভোকেশনাল সাবজেক্টের জন্য সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।

এ’বছর সমস্ত পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। মোবাইল নিয়ে একেবারে জিরো টলারেন্স নীতি থাকবে। মেটাল ডিটেক্টর প্রত্যেক কেন্দ্রে পৌঁছে যাবে। এগুলি নিয়ে চেকিং করা হবে।’ দুটি সিসি ক্যামেরা সমস্ত পরীক্ষাকেন্দ্রে রাখতেই হবে। প্রবেশদ্বারে ও প্রশ্নপত্র যেখানে থাকবে সেখানে সিসি ক্যামেরা রাখতেই হবে।

যেমন, বুধবার রাতে আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে ওই মেটাল ডিটেক্টর। বৃহস্পতিবার থেকে ওসব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক ভাস্কর মজুমদার বলেন, জেলায় ৬০টি পরীক্ষা কেন্দ্রের জন্য ৬০টি মেটাল ডিটেক্টর সেন্টার সেক্রেটারিদের হাতে তুলে দেওয়া হয়েছে। মেটাল ডিটেক্টরে কোনও সমস্যা হলে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জদের নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen