রণক্ষেত্র মেটিয়াব্রুজ, মাথা ফাটল বিধায়কের

May 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আম্পান ঘূর্ণিঝড়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কলকাতা। বহু জায়গায় বিদ্যুৎ ছিল না, গাছ উপড়ে পড়েছিল রাস্তায়। মেটিয়াব্রুজেও সেই একই অবস্থা। এনিয়ে রণক্ষেত্রের চেহারা নিল মেটিয়াব্রুজের বদরতলা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঝড়ের এতদিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ আসেনি। রাজাবাগান, বদরতলার মোল্লাপড়ায় বহু জায়গায় রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে। এনিয়েই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

ছবি প্রতীকী

অন্যদিকে, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে আটকে পড়েন অনেকে। এনিয়ে দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী।

পুলিস এলাকায় এসে গোলমাল থামাবার চেষ্টা করতেই শুরু হয়ে যায় ইটবৃষ্টি। গোলমালের খবর পেয়ে কাঞ্চনতলায় গিয়ে পৌঁছান বিধায়ক আবদুল খালেক মোল্লা। এতেই জনতা আরও উত্তেজিত হয়ে পড়ে। বেড়ে যায় ইটবৃষ্টি। ইটের আঘাতে মাথা ফাটে খালেক মোল্লার। তাঁকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।

এদিকে, কলকাতার সব রাস্তা সচল হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen