অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট কলকাতায়, বিপাকে যাত্রীরা

December 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: ফের বিভ্রাট মেট্রোয়। কলকাতা মেট্রোর ব্লু লাইনে বড়সড় হোঁচট। যান্ত্রিক ত্রুটির জেরে টালিগঞ্জ থেকে নেতাজি মেট্রো স্টেশনে যাওয়ার সময়ে লাইনের উপরেই দাঁড়িয়ে পড়ল মেট্রোর রেক। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়ার লাইনে এই সমস্যা হয়েছে। এর জেরে শহিদ ক্ষুদিরামগামী লাইনে পরপর দাঁড়িয়ে পড়েছে মেট্রো।

ফলে অফিস ফেরত যাত্রীদের বিপাকে ফেলে ফের বিভ্রাট মেট্রো পরিষেবায়। দক্ষিণেশ্বর থেকে ময়দানের মাঝে কোনও পরিষেবা মিলছে না। আপাতত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্বল্প পথে মেট্রো পরিষেবা চালু রয়েছে। কী কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কলকাতা মেট্রোর তরফে জানানো হচ্ছে, অনিবার্য কারণে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen