ফের মেট্রো বিভ্রাট! ময়দান স্টেশনে আত্মহত্যার চেষ্টা, সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তিতে যাত্রীরা

December 29, 2025 | 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রো বিভ্রাট। সোমবার বিকেলে অফিস ফেরত যাত্রীদের ভিড়ে যখন মেট্রো স্টেশনগুলি গমগম করছে, ঠিক তখনই ছন্দপতন। ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনাস্থল ময়দান স্টেশন। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্লু লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তির শিকার হন অফিস ফেরত হাজার হাজার যাত্রী।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৫টা ৫৮ মিনিট নাগাদ ময়দান স্টেশনে আপ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে হঠাৎই ঝাঁপ দেন এক যাত্রী। চালক তড়িঘড়ি ব্রেক কষলেও বিপত্তি এড়ানো যায়নি। ঘটনার আকস্মিকতায় স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন মেট্রো কর্মী ও আরপিএফ।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ পুরো রুটে ট্রেন চালানো সম্ভব হয়নি। আপাতত ‘ভাঙা পথে’ চলছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং অন্যদিকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত অংশে পরিষেবা বন্ধ রাখা হয়।

অফিস ছুটির ব্যস্ত সময়ে এই ঘটনায় সেন্ট্রাল, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড চত্বরে যাত্রীদের ভিড় উপচে পড়ে। দীর্ঘক্ষণ মেট্রো না পেয়ে অনেকেই স্টেশন থেকে বেরিয়ে বাস বা ট্যাক্সির খোঁজ শুরু করেন, ফলে রাস্তায় যানজট ও বাসে অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। সপ্তাহের শুরুতেই বাড়ি ফেরার পথে এমন হয়রানির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেন নিত্যযাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধারকাজ সম্পন্ন করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen