পুজোয় স্পেশাল ট্রেন নয়, সিদ্ধান্ত মেট্রোর

এদিন রায় ঘোষণার পরেই মেট্রো কর্তারা জরুরি বৈঠকে বসেন। সেখানেই সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা বাতিল করা হয়।

October 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এবার পুজোয় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করল রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, আগামী শুক্রবার সপ্তমী থেকে দশমী পর্যন্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন মেট্রোকর্তারা। সোমবার কলকাতা হাইকোর্ট করোনা সংক্রমণ ঠেকাতে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। স্বভাবতই শহরে প্যান্ডেল হপিং এবার কার্যত বন্ধ। এদিন রায় ঘোষণার পরেই মেট্রো কর্তারা জরুরি বৈঠকে বসেন। সেখানেই সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা বাতিল করা হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে সপ্তমী থেকে দশমী—এই চারদিন অন্যান্য ছুটির দিন বা রবিবারের মতোই মেট্রো চলবে। পুজোর দিনগুলিতে সকাল ১০টায় কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে রাত ৯টায় এবং নোয়াপাড়া থেকে রাত ৮টা ৫৫ মিনিটে। ২০ মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে। পুজোর চারদিন মেট্রোর সংখ্যাও স্বাভাবিকভাবে কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen