রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত শহরের মেট্রো পরিষেবা, ব্যাহত শহরতলির ট্রেন চলাচল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: রাতভর নাগাড়ে বৃষ্টির জেরে শহর ও শহরতলির রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে যাওয়ায় সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা, আংশিকভাবে চলছে মেইন লাইনের ট্রেন। হাওড়া ডিভিশনের একই হাল। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। মেট্রোর লাইনে জল জমার কারণে আংশিক পরিষেবা মিলছে।
মহানায়ক উত্তমকুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মেট্রো টানেলে জল জমে থাকায়। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান মেট্রো অবধি পরিষেবা মিলছে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে রাতভর বৃষ্টির কারণে। আজ, মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে।
বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। ডাউন লাইনের ট্রেনগুলি দমদম জংশন স্টেশন পর্যন্তও যেতে পারছে না। বনগাঁ থেকে শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন সকালের দিকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করেছে। মেইন লাইনের ট্রেনগুলিও দমদম স্টেশন পৌছানোর আগে আটকে যায়। পরিষেবা চালু হলেও এখন তা অনিয়মিত।
ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। কখন পরিষেবা স্বাভাবিক হবে, সংশয়ে যাত্রীরা।
তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবাও অনিয়মিত। তারকেশ্বর লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। বর্ধমান মেন লাইনেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। প্রায় সব লাইনেই ট্রেন দেরিতে চলছে।