আজ থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো

এই মেট্রো রুটকে জনপ্রিয় করে তুলতে সময়সূচিতে বদল এনে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে এই রুটে মেট্রো পরিষেবার সংখ্যা বাড়ল।

May 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোকা-মাঝেরহাট মেট্রো রুট শুরু থেকেই যাত্রীর অভাবে ধুঁকছে। এই রুটে সপ্তাহে পাঁচদিন কয়েক ঘণ্টার জন্য মেট্রো চলে। এই মেট্রো রুটকে জনপ্রিয় করে তুলতে সময়সূচিতে বদল এনে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে এই রুটে মেট্রো পরিষেবার সংখ্যা বাড়ল।

সোমবার, ৫ মে থেকে জোকা-মাঝেরহাট করিডরে সারাদিনে ৪০টি মেট্রো পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। ২০টি আপে ও ২০টি ডাউনে। এখন দুই অভিমুখে ৯টি করে মোট ১৮টি পরিষেবা চলে। এখন জোকা-মাঝেরহাট মেট্রোপথে দু’টি রেক আসার মাঝে প্রায় এক ঘণ্টার ব্যবধান। কোনও রেক চলে গেলে তীর্থের কাকের মতো পরবর্তী মেট্রোর জন্য ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। আজ থেকে ব্যবধান প্রায় আধঘণ্টা কমানো হল। এখন থেকে ২২ মিনিট অন্তর জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা মিলবে।

এতদিন মাঝেরহাট থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে দিনের প্রথম মেট্রো যাত্রা শুরু করত। সোমবার থেকে তা সকাল ৮টা ২৭ মিনিটে ছাড়ছে। জোকা থেকে প্রথম পরিষেবার সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না। দিনের শেষ মেট্রো মাঝেরহাট ও জোকা থেকে যথাক্রমে দুপুর ৩টে ৩৫ মিনিট ও ৩টে ১০ মিনিটে ছাড়ে। সোমবার থেকে দুই স্টেশন থেকে দুপুর ৩টে ২৮ মিনিটে দিনের মেট্রো ছাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen