জমা জল, আত্মহত্যার ঝক্কি কাটিয়ে বারবেলায় চালু মেট্রো চলাচল

June 30, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:২৫: অবশেষে চালু হল মেট্রো চলাচল। সকাল থেকেই একের পর এক কারণে সপ্তাহের প্রথম দিনে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বন্ধ ছিল টানা মেট্রো চলাচল। প্রথমে জমা জলের কারণে আংশিক মেট্রো চালু ছিল। তারপর মেট্রো পরিষেবা চালু হলে এগারোটা নাগাদ মেট্রো রুটে আত্মহত্যার চেষ্টা হয়। ফের বন্ধ হয় মেট্রো চলাচল। অবশেষে প্রায় সাড়ে বারোটা নাগাদ ফের চাকা গড়াতে আরম্ভ হয়

সপ্তাহের শুরুর দিনেই বিপত্তি, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বন্ধ মেট্রো চলাচল। গত দুদিন ধরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায়। এর ফলস্বরূপ একাধিক এলাকায় জল জমে গিয়েছে। মেট্রোর সুড়ঙ্গপথেও জল জমেছে। সপ্তাহের প্রথম কাজের দিনে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। ভাঙা পথে মেট্রো চলছে।

জানা যাচ্ছে, আপ লাইনে জল জমে যাওয়ায় ট্রেন এগোনো সম্ভব হচ্ছে না। শেষ পাওয়া খবর অনুযায়ী, ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। অন্যদিকে, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউনে মেট্রো চলছে। জানা গিয়েছে, সেন্ট্রাল এবং চাঁদনি চক মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনে জল জমেছে। কোনও ঝুঁকি না নিয়ে পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।

সোমবার সকাল ৯টা থেকে প্রায় দু’ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত টানা পথে মেট্রো চলাচল বন্ধ রইল। ভোগান্তি কাটিয়ে উঠতেই ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা। ১১টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলে খবর। তারপরই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রেল খালি করে দেওয়া হল।

জানা যাচ্ছে, সোমবার ১১ টা ২০ মিনিট নাগাদ ডাউন লাইনে এক জন ঝাঁপ দিয়েছেন। আত্মহত্যার চেষ্টার কারণে আবার ভেঙে পড়ে পরিষেবা। এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ভাঙা পথে মেট্রো চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen