রবিবারও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ছুটবে মেট্রো

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই লাইনে মেট্রো পরিষেবা মিলবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করছে মেট্রো।

August 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে রবিবারও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ছুটবে মেট্রো। ছুটির দিনেও গঙ্গার নিচ দিয়ে মেট্রোর গতি এবার উপভোগ করতে পারবেন যাত্রীরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই লাইনে মেট্রো পরিষেবা মিলবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করছে মেট্রো। এই ব্যবস্থা স্থায়ী হবে কি না, যাত্রীদের চাহিদার উপর তা নির্ভর করবে।বৃহস্পতিবার এই ঘোষণা করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালানো হয়। একে ‘গ্রিন লাইন-২’ বলা হয়। গত মার্চ মাসে এই লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে। ক্রমে তা বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। প্রতি দিন বহু মানুষ হাওড়া থেকে মেট্রোয় যাতায়াত করেন। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই রবিবারও ওই লাইনে মেট্রো চালানোর পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ।

মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলবে। প্রতি ট্রেনের মাঝে ১৫ মিনিটের ব্যবধান থাকবে। হাওড়া ময়দান থেকে রবিবার প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। একই ভাবে এসপ্ল্যানেড থেকেও ওই সময়ে হাওড়ার দিকের প্রথম মেট্রোটি ছাড়বে। রবিবার দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen