বাংলা বলায় পরিযায়ী শ্রমিককে বেধড়ক মার ওড়িশায়, আশঙ্কাজনক অবস্থায় ফিরলেন বাড়িতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছুতেই কমছে না বাংলার শ্রমিকদের উপর অত্যাচার, নিপীড়ন। আবারও বাংলা ভাষায় কথা বলায়, এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি শাসিত ওড়িশায় (Odisha)। মারধরের জেরে আশঙ্কাজনক অবস্থা হয়েছে আশরাফুল সানার। বুধবার, স্বরূপনগর থানার উদ্যোগে অচৈতন্য অবস্থায় তাঁকে বাংলায় ফেরানো হয়েছে। সারাফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল। শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে তাঁর।
ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে আশরাফুলকে নির্মমভাবে মারধর করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, বেধড়ক মারধরের পর আশরাফুলকে কোথাও একটা ফেলে রাখা হয়েছিল। ঘটনায় সুবিচারের আশায় রয়েছেন তাঁরা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেরও দাবি করছেন তাঁরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার নির্মাণ গ্রামের বাসিন্দা আশরাফুল। ১৫ দিন আগে একটি নির্মাণ কাজের জন্যে ওড়িশায় গিয়েছিলেন তিনি। ১৫ সেপ্টেম্বর সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। ভুল করে ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন আশরাফুল। সেখানে হঠাৎ করে একদল যুবক তাঁর উপর চড়া হয়। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। কোনওরকমে ফোনে পুরো ঘটনা পরিবারকে জানান আশরাফুল। পরিবারের তরফে স্থানীয় স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ, ওই ঘটনার পর থেকে আশরাফুলের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মালদহ, মুর্শিদাবাদের কিছু পরিযয়ী শ্রমিকের সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের মোবাইল থেকে আশরাফুল পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আশরাফুলকে ফেরানোর উদ্যোগ নেন স্বরূপনগর থানার পুলিশ।বুধবার ভোর রাতে অ্যাম্বুল্যান্সে করে অচৈতন্য অবস্থায় তাঁকে গ্রামে ফেরানো হয়।