বাড়িতে সন্তানসম্ভবা স্ত্রী, ভিনরাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৪০: ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন আর ফেরা হল না। মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। বাড়িতে গর্ভবতী স্ত্রী। সন্তানের মুখ আর দেখা হল না মুর্শিদাবাদের রবিউলের। ভিনরাজ্যে কাজের জন্য গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। কাজের সময় বুকে লোহার রড ঢুকে যায়। তাতেই মৃত্যু হয় বছর ২৪ বয়সের রবিউলের। বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার।
জানা গিয়েছে, মৃতের নাম রবিউল শেখ। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার বাসিন্দা তিনি। হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের মহিষমারা-ঘোড়ামারা এলাকার বাসিন্দা ছিলেন রবিউল শেখ। বছর খানেক আগে বিয়ে করেন। স্ত্রী গর্ভবতী তাই বাড়তি রোজগারের উদ্দেশ্যে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। মাস তিনেক আগে স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে তিনি ভিনরাজ্যে গিয়েছিলেন।
শনিবার রাতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। রাত ১২টা নাগাদ রড ভর্তি একটি গাড়ি থেকে রড খালি করার কাজ চলছিল। গাড়ি থেকে রড নামানোর কাজ করছিলেন তিনি। তখনই গাড়ির চালক গাড়িটি সোজা করে রাখার চেষ্টা করেন। অসাবধানতাবশত রবিউলের বুকে ঢুকে যায় একটি লোহার রড। তৎক্ষণাৎ আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
আজ, রবিবার হরিহরপাড়ার বাড়িতে এসে পৌঁছয় মৃত্যু সংবাদ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। গোটা এলাকা শোকস্তব্ধ। বেঙ্গালুরু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, মৃতদেহ বাংলায় আনার উদ্যোগ শুরু হয়েছে।